যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় পাল্টাপাল্টি দুই জায়গায় কর্মসূচি পালন করেছে যুবলীগের দুই গ্রুপ।
আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় থানা রোডে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক রফিকুল ইসলামের নেতৃত্বে কেক কাটা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক হান্নান মোল্যা, চৌধুরী রায়হান রকি, পৌর যুবলীগের আহ্বায়ক আহাদুল করিম, যুবলীগ নেতা জাহিদ হাসান, আব্দুল হক, সাবেক ছাত্রনেতা কামরুল ইসলাম প্রমুখ।
অপরদিকে বিকেল ৫টায় প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে পৌরসদরের মেইন রোডে সাব-রেজিস্ট্রি অফিস সংলগ্ন দলিল লেখকদের ঘরে উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক, ফরিদপুর জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ও চতুল ইউপি চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জামান লিটু এবং দাউদুজ্জামানের নেতৃত্বে কেক কাটার আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি, জেলা পরিষদ সদস্য আবুল কালাম আজাদ, সহসভাপতি আসাদুজ্জামান মিন্টু, জেলা যুবলীগের সদস্য শরীফ সেলিমুজ্জামান লিটু, জেলা যুবলীগের সদস্য, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. দাউদুজ্জামান দাউদ, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম, যুবলীগ নেতা আমিনুর রহমান, নয়ন বিশ্বাস, মো. রেজাউল করিম রেজা প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।