ফরিদপুরের আলফাডাঙ্গায় প্রণোদনা কর্মসূচির মাধ্যমে প্রায় সাড়ে তিন হাজার কৃষক বিনামূল্যে পেলেন কৃষি উপকরণ। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা হল রুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মধ্যে এসব উপকরণ তুলে দেওয়া হয়।
উপজেলা কৃষি অফিসার রিপন প্রসাদ সাহার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান একেএম জাহিদুল হাসান, ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, লায়লা পারভিন, মৎস্য কর্মকর্তা সুমন দেবনাথ, সেচ্ছাসেবকলীগ সভাপতি এনায়েত হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুদীপ কুমার বিশ্বাস ও সমকাল প্রতিনিধি মো.ইকবাল হোসেন প্রমুখ।
উপজেলা কৃষি অফিসে যাচাই-বাছাই করে তিন হাজার ৫৩০ জনকে কৃষকের নাম অন্তর্ভুক্তকরে। উপজেলা কৃষি কর্মকর্তা রিপন প্রসাদ সাহা বলেন, কৃষি প্রণোদনার মাধ্যেমে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি উপকরণ দেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha