আজকের তারিখ : জানুয়ারী ১২, ২০২৫, ৪:১৮ এ.এম || প্রকাশকাল : নভেম্বর ৯, ২০২১, ৭:০৫ পি.এম
পাংশার আজিজপুর রশীদিয়া কওমিয়া মাদরাসায় দোয়া মাহফিল ১১ নভেম্বর
রাজবাড়ী জেলার পাংশার আজিজপুর রশীদিয়া কওমিয়া মাদরাসায় বার্ষিক দোয়া ও ইসলাহী মাহফিল ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার বাদ আছর থেকে ওয়াজ মাহফিল শুরু হবে।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে বরিশালের জাগুয়া ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান ও ইসলামী একাডেমী বাংলাদেশ’র পরিচালক মুফতি হেদায়াতুল্লাহ আজাদী এবং বিশেষ অতিথি হিসেবে রাজধানী ঢাকার যাত্রবাড়ী বায়তুল আকবার জামে মসজিদের খতিব মুফতি সাঈদ আহমাদ (কলরব) পবিত্র কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন।
এছাড়া স্থানীয় ও দেশের খ্যাতিমান ইসলামী চিন্তাবিদ ও আলেমগণ ধর্মীয় আলোচনা করবেন। মাহফিলে সভাপতিত্ব করবেন আজিজপুর রশীদিয়া কওমিয়া মাদরাসার সভাপতি আলহাজ্ব মোজাম্মেল হক মিয়া।
মাহফিলে করোনা মহামারী থেকে দেশবাসীর মুক্তি কামনায়, দেশবাসীর সুখ-শান্তি-সমৃদ্ধি এবং কবরবাসীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হবে। ধর্মপ্রাণ মুসলমানদের মাহফিলে আমন্ত্রণ জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha