আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষ্যে ফরিদপুরের সালথা উপজেলার ৩নং গট্টি ইউনিয়নের নৌকা প্রতিকের চেয়ারম্যান পদপ্রার্থী হাবিবুর রহমান লাবলুর বিশাল এক নির্বাচনী শোডাউন করেছেন।
মঙ্গলবার (৯ নভেম্বর) বিকেলে তিনি প্রায় ২ শতাধিক মোটরসাইকেল, পিকাপ, ভ্যান, অর্ধশাতাধিক অটো গাড়ি ও অন্যান্য যানবাহনসহ কয়েক হাজার কর্মী ও সমর্থক নিয়ে ইউনিয়ন ব্যাপি এই শোডাউন করেন। শোডাউনের সময় ইউনিয়নের মানুষের কাছে তিনি দোয়া ও ভোট প্রার্থনা করেন।
এ ছাড়াও তিনি দিন- রাত ভোটারদের কাছে ছুটে চলেছেন দোয়া ও ভোটের জন্য।
বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান লাবলু সাংবাদিকদের বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়েছেন। আমি ভোট চাইতে গেলে ভোটাররা আমাকে আশ্বস্ত করছেন।
ভোটাররা নৌকার সাথে আছেন। অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হলে আমি নৌকা প্রতীক নিয়ে জয়লাভ করবো ইনশাল্লাহ। আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে গট্টি ইউনিয়নে কোনো প্রকার মারামারি হানাহানি সংঘাতসহ মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে কাজ করে যাবো। ভোটারা যেন সুন্দর শান্তি শৃঙ্খল ভাবে ভোট দিতে পারে এজন্য আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। শেষে তিনি ইউনিয়নবাসীর কাছে তার নৌকা ভোট ও দোয়া চেয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫