আজকের তারিখ : জানুয়ারী ১৬, ২০২৫, ৪:৩৮ এ.এম || প্রকাশকাল : নভেম্বর ৮, ২০২১, ৩:৩৯ পি.এম
মাগুরা জেলা তথ্য অফিসের আয়োজনে ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’
মাগুরা জেলা তথ্য অফিসের আয়োজনে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণের লক্ষ্যে "এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি" অনুষ্ঠান মাগুরার শালিখায় আলোচনা,প্রমাণ্য চলচ্চিত্র প্রদর্শন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি অনুষ্ঠানটি মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুলে ৮ নভেম্বর সকাল ১০ টায় আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারিফ উল হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ কামাল হোসেন।
প্রধান আলোচক শালিখা উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু বক্কার মাষ্টার। জেলা তথ্য অফিসের আয়োজনে, তথ্য অফিসার মোঃ রেজাউল করিমের সার্বিক পরিচালনায় আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযুদ্ধা আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা মুকুল রঞ্জন শিকদার, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আনার উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা গোবিন্দ প্রসাদ মজুমদার ও আড়পাড়া হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ খায়রুল আলম, প্রেসক্লাব শালিখার সহ সভাপতি জিআরএম তারিক, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ নওয়াব আলী, দৈনিক ভোরের পাতা শালিখা উপজেলা প্রতিনিধি মোঃ মাসুম, দৈনিক গনকণ্ঠ পত্রিকার শালিখা উপজেলা প্রতিনিধি মোঃ ইমরান হোসেন।
অনুষ্ঠানে স্কুলের ৪ শতাধিক শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে মুক্তিযুদ্ধের গল্প শোনেন। সবশেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha