কুষ্টিয়ার মিরপুরে শিশু দেব দত্ত অপহরণ ও হত্যা মামলায় আসামী সবুজ ইসলামকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। রায়ে আরও দুই আসামী এরশাদ আলী ও হাবিবুর রহমানকে আমৃত্যু কারাদন্ড দেওয়া হয়েছে।
রোববার (০৭ নভেম্বর) দুপুরে কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম এ রায় দেন।
এ তথ্য নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল হালিম বলেন, ২০১৮ সালের ৯ জুন কুষ্টিয়ার মিরপুরের চিথলিয়া গ্রাম থেকে অপহরণ করা হয় শিশু দেব দত্তকে। অপহরণের ১৬ দিন পর প্রতিবেশী জহুরুল ইসলামের বাড়ির পরিত্যক্ত শৌচাগার থেকে বস্তাবন্দি অবস্থায় পুলিশ তার মরদেহ উদ্ধার করে। সেসময় এ ঘটনা ব্যাপক আলোচিত হয়।
ওইদিনই মিরপুর থানায় মামলা করেন দেব দত্তের বাবা পবিত্র কুমার দত্ত। পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ওই রাতেই জহুরুলের ছেলে নাঈম ইসলাম এবং আরেক প্রতিবেশী জোয়ার আলী নিহত হন। ধরা পড়েন আরেক আসামি প্রতিবেশী সবুজ ইসলাম। তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলার অন্য দুই আসামি এরশাদ আলী ও হাবিবুর রহমান পলাতক আছেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আরও বলেন, বিচারক দীর্ঘ শুনানি শেষে আসামি সবুজ ইসলামকে মৃত্যুদন্ড এবং এরশাদ আলী ও হাবিবুর রহমানকে আমৃত্যু কারাদন্ড দিয়েছেন। দেব দত্তের কাকা মানিক দত্ত রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha