আজকের তারিখ : এপ্রিল ২২, ২০২৫, ৮:০৫ এ.এম || প্রকাশকাল : নভেম্বর ৬, ২০২১, ৫:৩৭ পি.এম
মাগুরায় ৫০তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে চেক হস্তান্তর

প্রতিবছর নভেম্বর মাসের প্রথম শনিবার দেশে বর্ণাঢ্যভাবে পালিত হয় জাতীয় সমবায় দিবস। দিবসের এ বছরের প্রতিপাদ্য বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন, এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরা জেলায় ৫০ তম জাতীয় সমবায় দিবস ২০২১ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
শনিবার ৬ নভেম্বর ২০২১(২১ কার্তিক ১৭২৮ বাং) আছাদুজ্জামান মিলনায়তনে জেলা প্রশাসনের সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দগণের আয়োজনে জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। সমবায় দিবস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি, মাগুরা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিঃ ও চেয়ারম্যান জেলা পরিষদ বাবু পঙ্কজ কুমার কুন্ডু।
সমবায় দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডঃ আশরাফুল আলম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলাম, চেয়ারম্যান উপজেলা পরিষদ বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু নাসির বাবলু, মেয়র মাগুরা পৌরসভা মোঃ খুরশীদ হায়দার টুটুল, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর।
সার্বিক সহোযোগিতায় ছিলেন জেলা সমবায় অফিসার মোঃ ফরিদুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন সমবায় অফিস সদস্য মোঃ দবীর হোসেন সহ সমবায় সদস্যবৃন্দগণ। প্রধান অতিথি আশরাফুল আলম বলেন, আত্নসামাজিক উন্নয়নের লক্ষ্য সমবায় সমিতির সদস্যগণকে স্বচ্ছ ভাবে সমিতি পরিচালনা করার জন্য আহবান জানান। শ্রেষ্ঠ সমবায় সমিতি ও শ্রেষ্ঠ সমবায়ী সদস্যদের মধ্যে পুরস্কার এবং গাভী প্রকল্পের আর্বতক ঋণের চেক বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha