আজকের তারিখ : এপ্রিল ২২, ২০২৫, ৮:১৮ এ.এম || প্রকাশকাল : নভেম্বর ৪, ২০২১, ৪:৩৯ পি.এম
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধনীতে যান্ত্রিক শোভাযাত্রা ও র্যালি

মুজিব বর্ষে শপথকরি দূর্যোগে জীবন-সম্পদ রক্ষা করি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২১ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার ৪ নভেম্বর সকাল ১০.৩০ টার সময় মাগুরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর আয়োজনে যান্ত্রিক শোভাযাত্রা র্যালি ও সিভিল ডিফেন্স সপ্তাহের অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। সিভিল ডিফেন্স সপ্তাহ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-সহকারী পরিচালক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাগুরা মোঃ মাসুদ সরদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন মাগুরা স্টেশন অফিসার সোহাগউজ্জামান, সাব অফিসার মোঃ শাখাওয়াৎ হোসেন সহ ফায়ার ফাইটার সদস্যগণ।
প্রধান অতিথি কামরুজ্জামান বলেন, বিভিন্ন উদ্ধার ও অগ্নিনির্বাপন কাজে সহযোগিতার জন্যে ফায়ার ফাইটার সদস্যদের প্রশংসা করেন। মাগুরা সদর ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার সদস্য রমজান শেখকে পূর্বের সেবামূলক উদ্ধার কাজের জন্য প্রেসিডেন্ট সেবা পুরস্কারে ভূষিত করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha