ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীতে বৃহস্পতিবার শান্ত হালদার নামে এক জেলের জালে ধরা পড়েছে ৩৪ কেজি ওজনের একটি বাঘা আইড়।
মাছটির খবর পেয়ে চরভদ্রাসন সদর বাজারের মাছ ব্যাবসায়ী রিপন (৪১) গোপালপুর ঘাট এলাকা হতে ৩৬ হাজার পাঁচশত টাকা দিয়ে মাছটি ক্রয় করে বাজারে নিয়ে আসে।
সকালে আইড় মাছটি দেখতে উৎসুক জনতার পাশাপাশি ক্রেতাদের ভীড় ছিল লক্ষনীয়।মাছ ব্যাবসায়ী রিপন জানায় সকালে সে গোপালপুর ঘাট এলাকা হতে মাছটি ক্রয় করেছে।মাছটি উনিশটি ভাগা করে প্রতি ভাগ মাছ ২হাজার টাকা দরে বিক্রয় করেছে সে।
এই মাছটি বিক্রয় করে তার এক হাজার পাঁচশত টাকা লাভ হয়েছে বলে জানায় রিপন।উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম মাহমুদুল হাসান বলেন পদ্মা নদীতে মাঝে মধ্যেই জেলেদের জালে বড় আকৃতির বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ার সংবাদ পাওয়া যায়।
এটা আমাদের জন্য একটি সুসংবাদ বটে।তাছাড়া সরাকারিভাবে প্রতি বছর বিভিন্ন সময়ে নদীতে অভিযান পরিচালিত হওয়ায় এ সকল মাছ বড় হওয়ার পাশাপাশি বংশ বিস্তারের সুযোগ পায়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha