তৃতীয় ধাপে আগামী ২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে পাবনার চাটমোহর উপজেলার ১১টি ইউনিয়নে ৫৭৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৪৪ জন, সাধারণ সদস্য পদে ৪০৫ জন এবং সংরক্ষিত সদস্য পদে ১৩০ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
মঙ্গলবার (০২ নভেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষদিনে মনোনয়নপত্র দাখিল করেন। উপজেলার ১১টি ইউনিয়নে আওয়ামীলীগের মনোনীত ১১ জন ছাড়াও দলের বিদ্রোহী হিসেবে ৭ জন এবং আওয়ামী লীগের স্থানীয় ৬ নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। অপরদিকে বিএনপি নির্বাচনে অংশ না নিলেও স্থানীয় বিএনপির ৭ জন নেতা চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
ছাইকোলা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন, সাধারণ সদস্য পদে ৪৯ জন ও সংরক্ষিত সদস্য পদে ১৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। চেয়ারম্যান প্রার্থীরা হলেন, মো: নুরুজ্জামান (আ’লীগ), বর্তমান চেয়ারম্যান নজরুল ইসলাম (আ’লীগ বিদ্রোহী/স্বতন্ত্র), সাবেক চেয়ারম্যান বোরহান উদ্দিন সরকার (আ’লীগ বিদ্রোহী/স্বতন্ত্র), সাবেক চেয়ারম্যান আতাউর রহমান তোতা (বিএনপি-স্বতন্ত্র)।
হান্ডিয়াল ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন, সাধারণ সদস্য পদে ৪১ জন ও সংরক্ষিত সদস্য পদে ১২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। চেয়ারম্যান প্রার্থীরা হলেন, সাবেক চেয়ারম্যান রবিউল করিম মাস্টার (আ’লীগ), গোলবার হোসেন (স্বতন্ত্র), হাবিবুর রহমান (স্বতন্ত্র) ও ছহির উদ্দিন স্বপন (বিএনপি-স্বতন্ত্র)।
বিলচলন ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, সাধারণ সদস্য পদে ৩৪ জন ও সংরক্ষিত সদস্য পদে ১৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। চেয়ারম্যান প্রার্থীরা হলেন, সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ (আ’লীগ), বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ আলী (বিএনপি-স্বতন্ত্র), আকতার হোসেন (আ’লীগ বিদ্রোহী/স্বতন্ত্র), ইউনুস আলী (বিএনপি-স্বতন্ত্র) এবং শরীফ ইসলাম (ইসলামী আন্দোলন বাংলাদেশ)।
নিমাইচড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন, সাধারণ সদস্য পদে ৩৮ জন ও সংরক্ষিত সদস্য পদে ১৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। চেয়ারম্যান প্রার্থীরা হলেন, নুরজাহান বেগম মুক্তি (আ’লীগ), সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ ওরফে আল মামুন (স্বতন্ত্র) ও আক্কাস আলী (স্বতন্ত্র)।
পার্শ্বডাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান পদে ২ জন, সাধারণ সদস্য পদে ৩৪ জন ও সংরক্ষিত সদস্য পদে ৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। চেয়ারম্যান প্রার্থীরা হলেন, বর্তমান চেয়ারম্যান আজাহার আলী (আ’লীগ) ও সাবেক চেয়ারম্যান রবিউল করিম তারেক (বিএনপি-স্বতন্ত্র)।
মূলগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, সাধারণ সদস্য পদে ৪৫ জন ও সংরক্ষিত সদস্য পদে ১১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। চেয়ারম্যান প্রার্থীরা হলেন, বর্তমান চেয়ারম্যান রাশেদুল ইসলাম বকুল (আ’লীগ), সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন (বিএনপি-স্বতন্ত্র), শহিদুল ইসলাম (আ’লীগ-স্বতন্ত্র) ও জাহিদুল ইসলাম (ইসলামী আন্দোলন বাংলাদেশ)।
ফৈলজানা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন, সাধারণ সদস্য পদে ৩২ জন ও সংরক্ষিত সদস্য পদে ৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। চেয়ারম্যান প্রার্থীরা হলেন, বর্তমান চেয়ারম্যান হানিফ উদ্দিন (আ’লীগ), হাফিজুর রহমান হাফিজ (আ’লীগ বিদ্রোহী/স্বতন্ত্র), আবুল হোসেন রানা (স্বতন্ত্র) ও আবু জাফর (ইসলামি আন্দোলন বাংলাদেশ)।
গুনাইগাছা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন, সাধারণ সদস্য পদে ২৯ জন ও সংরক্ষিত সদস্য পদে ১০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। চেয়ারম্যান প্রার্থীরা হলেন, বর্তমান চেয়ারম্যান নুরুল ইসলাম (আ’লীগ), রজব আলী বাবলু (আ’লীগ বিদ্রোহী/স্বতন্ত্র), হাবিবুর রহমান হাবিব (আ’লীগ বিদ্রোহী/স্বতন্ত্র) ও আশরাফুল ইসলাম (আওয়ামী লীগ-স্বতন্ত্র)।
মথুরাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন, সাধারণ সদস্য পদে ৩২ জন ও সংরক্ষিত সদস্য পদে ১৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। চেয়ারম্যান প্রার্থীরা হলেন, শাহ আলম (আ’লীগ), আবুল কালাম আজাদ (বিএনপি-স্বতন্ত্র) ও মাসুদ রানা (ইসলামী আন্দোলন বাংলাদেশ)।
ডিবিগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন, সাধারণ সদস্য পদে ৩৫ জন ও সংরক্ষিত সদস্য পদে ৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। চেয়ারম্যান প্রার্থীরা হলেন, বর্তমান চেয়ারম্যান নবীর উদ্দিন মোল্লা (আ’লীগ), সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান আনসু (বিএনপি-স্বতন্ত্র), শামীম হোসাইন (আওয়ামী লীগ-স্বতন্ত্র), আব্দুল আজিজ (স্বতন্ত্র), আলম সরকার (আ’লীগ-স্বতন্ত্র), সোহেল রানা শালুক (স্বতন্ত্র) ও আরিফিন আকতার লিলি (স্বতন্ত্র)।
হরিপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন, সাধারণ সদস্য পদে ৩৬ জন ও সংরক্ষিত সদস্য পদে ১০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। চেয়ারম্যান প্রার্থীরা হলেন, বর্তমান চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মকবুল হোসেন বাচ্চু (আ’লীগ), আফজাল হোসেন (আ’লীগ বিদ্রোহী/স্বতন্ত্র), আলহাজ¦ মোজাম্মেল হক (স্বতন্ত্র)।
চাটমোহর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত ৫ জন রিটার্নিং অফিসার এসব তথ্য জানিয়েছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, উপজেলার ১১টি ইউনিয়নে মোট ভোটার ১ লাখ ১৭ হাজার ১০৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮ হাজার ৮১৩ জন এবং নারী ভোটার ১ লাখ ৮ হাজার ২৯৫ জন। মোট ভোট কেন্দ্র ১০৫টি।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha