ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ট্রেনে কাটা পড়ে শ্রবনপ্রতিবন্ধী এক মহিলার মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে বোয়ালমারী সদর ইউনিয়নের সোতাশী গ্রামের ছোটপুল সংলগ্ন কালুখালী-ভাটিয়াপাড়া রেললাইনে এ দূর্ঘটনা ঘটে।
বোয়ালমারী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মতিয়ার কাজী জানান, সোতাশি গ্রামের রজনী মন্ডলের স্ত্রী সুচিত্রা মন্ডল (৪০) রেললাইনের পাশে বসে রোদ পোহাছিলো। সে শ্রবন প্রতিবন্ধী হওয়ার কারণে কানে না শোনায় ট্রেনে বাড়ি খেয়ে মারাত্বক আহত অবস্থায় পড়ে থাকে।
পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে বেলা আড়াইটার দিকে তার মৃত্যু হয়।
বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক ডা. রাজ কুমার দাশ বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫