কুষ্টিয়ার কুমারখালীতে বৈদ্যুতিক খুঁটিতে ইন্টারনেটের তার বাঁধতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে সবুজ আলী (৩০) নামের এক ক্যাবল অপারেটরের মৃত্যু হয়েছে।
শনিবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে কুমাখালী উপজেলার আলাউদ্দিন মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত সবুজ একই উপজেলার পশ্চিম লাহিনি পাড়ার গোসাই ডাঙ্গার জালাল উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে ইন্টারনেটের সংযোগ লাইন টানার জন্য আলাউদ্দিন মোড়ে বৈদ্যুতিক খুটির নিচে কাজ করছিলেন সবুজ। সাড়ে ১১টার দিকে সবুজ বৈদ্যুতিক খুটিতে তার বাঁধতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তার শরীরে আগুন ধরে যায়। পরে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে কুমারখালী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে সবুজের লাশ উদ্ধার করে।
নিহতের চাচাতো ভাই মোল্লা জানান, সবুজ কুষ্টিয়ার কেসি টিভি অফিসে কাজ করতেন। সেখান থেকেই তিনি ইন্টারনেটের তার বাঁধতে কুমারখালী যান।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, পুলিশ সবুজের লাশ উদ্ধার করেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha