ফরিদপুরের আলফাডাঙ্গায় ৮ দলীয় মেয়র গোল্ডকাপ ফুটবল টুনামেন্টে চতুর্থ ম্যাচে ঢাকা ফুটবল একাদশ রাজবাড়ী ফুটবল একাদশের খেলা নির্ধারিত সময়ে ১-১ গোলে খেলা ড্র হওয়ার পরে ঢাকা জেলা একাদশকে ট্রাইব্রেকারে ৪-৫ গোলে পরাজিত করেছে রাজবাড়ী একাদশ।
গতকাল শনিবার বিকেলে আলফাডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আলফাডাঙ্গার পৌরসভার মেয়র সাইফুর রহমানের সভাপতিত্বে ৪র্থ ম্যাচের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য খান মঈনুল ইসলাম মোস্তাক।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ এলাহী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেন, সহসভাপতি আব্দুর রউফ তালুকদার, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আব্দুল আলীম সুজা, ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন ও সেচ্ছাসেবক লীগ সভাপতি এনায়েত হোসেন প্রমুখ।
প্রধান অতিথি খান মঈনুল ইসলাম মোস্তাক বলেন, দেশের এই জনপ্রিয় ফুটবল খেলা আজ বিলুপ্তির পথে। আলফাডাঙ্গায় পৌর মেয়র সাইফুর রহমানের বিশেষ উদ্যোগে ফুটবলপ্রেমীদের জন্য আশার আলো। আসুন এরই সূত্র ধরে আমাদের সমাজের যুবকদের সুপথে রাখার চেষ্টা করি। এই খেলা আলফাডাঙ্গা ক্রীয়াঙ্গনের জন্য অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫