কুষ্টিয়ার মিরপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের উপর হামলা চালিয়েছে জাসদ প্রার্থী বর্তমান চেয়ারম্যান সাইদুর রহমানের কর্মী সমর্থকরা।
এ হামলার ঘটনায় আওয়ামী লীগের ১০ জন কর্মী আহত হয়। তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের নির্বাচনী প্রচারণা চলাকালে ইউনিয়নের একতারপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম মন্টু বলেন, ২৯ অক্টোবর শুক্রবার রাত সাড়ে ১০টার সময় নির্বাচনী প্রচারণা চলাকালে ইউনিয়নের একতারপুর গ্রামে আমাদের কর্মী (নৌকা) সমর্থকরা ২৫-৩০ টি মোটরসাইকেল নিয়ে প্রচারণায় যাচ্ছিলো।
এসময় একতারপুর মোড়ে পৌঁছালে পিছনের দিক থেকে জাসদ সমর্থকরা তাদের উপর হামলা চালায়। ঘটনাস্থলে ৮-১০ জনকে কাঠের বাটাম দিয়ে পিটিয়ে জখম করে এবং কয়েকটি মোটরসাইকেল ভাংচুর চালায়।
হামলায় আওয়ামী লীগের সমর্থক ওমর ফারুক, চঞ্চল আহমেদ, রানা আলী, সুজাত আলী, মিলন হোসেন, তাহাজ্জত আলী,ছলিম মন্ডল, মারুফ হোসেন, নাসির উদ্দীন, রকি, জিএম। এদের মধ্যে ওমর ফারুক, চঞ্চল আহমেদকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, গতকাল রাতে দুই গ্রুপের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ গিয়ে নিয়ন্ত্রণে আনে।এ ঘটনায় আজ শনিবার সকালে মামলা দায়ের হয়েছে বলেও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha