আজকের তারিখ : জুলাই ২২, ২০২৫, ৫:২৭ এ.এম || প্রকাশকাল : অক্টোবর ৩১, ২০২১, ৭:৩১ পি.এম
পাংশায় পূজা উদযাপন পরিষদের নবগঠিত আহবায়ক কমিটির সভা অনুষ্ঠিত
রাজবাড়ী জেলার পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের নবগঠিত আহবায়ক কমিটির এক সভা গত শনিবার ৩০ অক্টোবর মাগুড়াডাঙ্গী শ্রীশ্রী নিতাই গৌড় সেবাশ্রমে অনুষ্ঠিত হয়েছে।
পূজা উদযাপন পরিষদের নবগঠিত কমিটির আহবায়ক সুব্রত কুমার দাস সাগরের সভাপতিত্বে অনুষ্ঠানে রাজবাড়ী জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন দাস, রাজবাড়ী সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধরণ সম্পাদক ডাঃ সমীর দাস, পাংশা পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুব্রত কুমার দে প্রমূখ বক্তব্য রাখেন।
সভায় পাংশা পৌরসভা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গৌতম বসাক, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক কমিটির সদস্য অনিল কুমার বিশ্বাস, উত্তম কুমার সাহা (কার্তিক সাহা), নিতাই বিশ্বাস, অলোক দাস, লিটন কুমার বিশ্বাস, দেবাশীষ কুন্ডু, গোলক কুন্ডু, আনন্দ ঘোষ, হিমাংশু কুন্ডু রকেট, আশীষ কুমার বর্ধন, শৈলেন্দ্রনাথ বিশ্বাস, বিধান চন্দ্র বিশ্বাস, অরুন কুমার সেনসহ পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক কমিটির সদস্যবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থাপনা ও স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের নবগঠিত আহবায়ক কমিটির সদস্য সচিব এ্যাডভোকেট ভজ গবিন্দ দে।
অনুষ্ঠানে সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতায় নিহতদের স্মরণে একমিনিট নিরবতা পালন করে শ্রদ্ধা নিবেদনসহ সাম্প্রদায়িক হামলার তীব্র নিন্দা করা হয়। এছাড়া অনুষ্ঠানে পাংশা উপজেলার সকল ইউনিয়নে পূজা উদযাপন পরিষদের নতুন কমিটি গঠন করে সম্মেলনের মাধ্যমে পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করাসহ সংগঠনের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। শনিবার বেলা সাড়ে ১১টায় শুরু হয়ে বিকেল ৪টায় সভা শেষ হয়।