মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে অসুস্থতাজনিত কারণে মো. আবুল কালাম ফকির প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এ ঘটনায় নৌকা প্রতীক পেয়েছেন ওই ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমান।
গতকাল রোববার দুপুরে তিনি আওয়ামী লীগের মনোনয়ন হাতে পেয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মান্নান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুণ্ডু।
পঙ্কজ কুমার জানান, আবুল কালাম ফকির বেশ কিছুদিন ধরে অসুস্থ। তিনি ঢাকায় হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তার পক্ষে নির্বাচন করা সম্ভব হচ্ছে না।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।