আজকের তারিখ : এপ্রিল ২২, ২০২৫, ৮:০২ এ.এম || প্রকাশকাল : অক্টোবর ৩১, ২০২১, ১০:৩৭ এ.এম
মাগুরায় সদর থানার আয়োজনে পুলিশের কমিউনিটি পুলিশিং ডে

মাগুরা সদর থানার আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে ২০২১ উদযাপন করা হয়। শনিবার ৩০ অক্টোবর সকাল ১০ টার সময় মাগুরা সরকারী উচ্চ বিদ্যালয় মাঠ হতে পুলিশ ও কমিউনিটি পুলিশের সদস্যদের সমন্বয়ে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
এবারের দিবসটির প্রতিপাদ্য বিষয় হলো, মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি। পুলিশ জনতা, জনতাই পুলিশ এই নীতিতে সমাজের সব শ্রেণী পেশার মানুষকে সঙ্গে নিয়ে মাগুরায় দিবসটি পালিত হয়। র্যালির শুরুতে মাগুরা পুলিশ সুপার মোহাম্মদ জহিরুল ইসলাম রঙ্গিন বেলুন ও কবুতর উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
এ সময় র্যালিতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সভাপতি ও কমিউনিটি পুলিশিং মাগুরা জেলা সমন্বয় কমিটির সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ, মাগুরা সদর থানা আওয়ামীলীগ সভাপতি ও থানা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সেক্রেটারি চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম বাবুল ফকির, পৌরসভার প্যানেল মেয়র মকবুল হাসান মাকুল, এ্যাডভোকেট শাহীনা আক্তার ডেইলি, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ লিয়াকত আলী।
এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় একাধিক কাউন্সিলর এবং কমিউনিটি পুলিশের সদস্যসহ বিভিন্ন শ্রেণী পেশার শতাধিক লোকজন উপস্থিত ছিলেন। র্যালি শেষে পুলিশ লাইন্স ড্রিল শেডে মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মনজুরুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন পুলিশ সুপার মোহাম্মদ জহিরুল ইসলাম। প্রধান অতিথি জহিরুল ইসলাম বলেন, পুলিশ সবসময় জনগণের বন্ধু হয়ে পাশে আছে।
তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমিউনিটি পুলিশিং ডে এর মাধ্যমে জনগণকে পুলিশের সাথে কাজ করার সুযোগ করে দিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha