আজকের তারিখ : জানুয়ারী ১৫, ২০২৫, ১০:১৮ পি.এম || প্রকাশকাল : অক্টোবর ৩০, ২০২১, ৪:৪২ পি.এম
খোকসায় কমিউনিটি পুলিশিং ডে পালিত
কুষ্টিয়ার খোকসায় "মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় খোকসা থানায় কমিউনিটি পুলিশিং ডে ২০২১ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে খোকসা থানা চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়, রেলিটি পৌর শহর প্রদক্ষিণ শেষে থানা চত্বরে এসে শেষ হয়। কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে থানা চত্বরে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন থানা অফিসার ইনচার্জ সৈয়দ মো: আশিকুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইসাহাক আলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা আওয়ামিলীগের সভাপতি ও বেতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল আখতার, থানা কমিউনিটি পুলিশ সভাপতি আরিফুল আলম তসর ও কুষ্টিয়া জেলা পরিষদ সদস্য মুজাহিদুল ইসলাম বাবলু প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কমিউনিটি পুলিশের সভাপতি, সাধারণ সম্পাদক, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সুধী ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
সভায় বক্তাগন পুলিশিং সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কমিউনিটি পুলিশিং জোরদার করার জন্য আহ্বান জানানো হয়। সেই সাথে উপজেলা থেকে সন্ত্রাস, মাদক, জঙ্গিবাদ ও বাল্যবিবাহ মুক্ত করতে সকলকে একযোগে কাজ করার জন্য অনুরোধ জানানো হয়। সভার শুরুতে কেককেটে কমিউনিটি পুলিশিং ডে এর অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha