ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ও চতুল ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত কুটির খাল দখলমুক্ত করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম।
শুক্রবার বিকালে তিনি অভিযান চালিয়ে খালটি দখলমুক্ত করে সর্ব সাধারণের জন্য উন্মুক্ত করে দেন।
জানা যায়, উপজেলার বিল দাঁদুড়িয়ার সাথে কুমার নদের সংযোগ স্থাপন করেছে এই খালটি। বর্ষা মৌসুমে পানি প্রবেশ ও মৌসুম শেষে পানি নিষ্কাশনে খালটি বড় ভূমিকা রাখে। এ সময় দুটি ইউনিয়নের শত শত মৎস্যজীবী এ খালে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে থাকে। এ বছর চতুল ইউনিয়নের পোয়াইল গ্রামের একটি প্রভাবশালী মহল খালটির প্রবেশ পথে বাঁধ দিয়ে এককভাবে মাছ শিকার করায় বঞ্চিত হচ্ছিল শেখর ইউনিয়নের মৎস্যজীবীরা। এতে ক্ষিপ্ত হয়ে শেখরের দুর্গাপুর গ্রামের লোকজন কুমার নদের মোহনায় অবস্থিত স্লুইসগেট বন্ধ করে দেয়। ফলে পানি নিষ্কাশন বন্ধ হয়ে বিলটির হাজার হাজার একর জমির শুকনো মৌসুমের ধান চাষ হুমকির মুখে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে কয়েকজন উৎকণ্ঠা প্রকাশ করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা খালটি মুক্ত করতে উদ্যোগ গ্রহণ করেন।
শুক্রবার বিকালে সরেজমিনে উপস্থিত হয়ে স্লুইসগেট খুলে দেওয়াসহ সব ধরনের বাঁধ ও ভেশাল অপসারণের নির্দেশ দিয়ে সর্ব সাধারণের জন্য খালটি উন্মুক্ত করে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
এ সময় উপস্থিত ছিলেন- শেখর ইউপি চেয়ারম্যান ইস্রাফিল মোল্যা, শেখর ইউপি সদস্য ফরহাদ হোসেন সিকদার, ওবায়দুর রহমান সহ পানি উন্নয়ন বোর্ডের লোকজনসহ স্থানীয়রা।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha