আজকের তারিখ : নভেম্বর ২৯, ২০২৪, ১২:৪৬ এ.এম || প্রকাশকাল : অক্টোবর ২৯, ২০২১, ৪:২১ পি.এম
সদরপুরের মানবতার সেবায় “মানবিক সংগঠন”
ফরিদপুরের সদরপুর উপজেলার একঝাঁক রেমিট্যান্স যোদ্ধা, স্থানীয় ব্যবসায়ী ও ছাত্রদের নিয়ে গঠিত হয়েছে মানবিক সংগঠন নামের একটি সামাজিক সংগঠন।দীর্ঘদিন ধরে এ সংগঠন উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসহায় গরীব ও দুস্থ পরিবারের মাঝে সহায়তা প্রদান করে আসছেন।
তারই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার সকালে মানবিক সংগঠনটি উপজেলার ঢেউখালী ইউনিয়নের শেখ ফরিদকে একটি মুদি দোকান ও হেলেনা আক্তার কে একটি গাভী প্রদান করে।
এসয়ম উপস্থিত ছিলেন, উপজেলার দিয়ারা নারিকেল বাড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান নাছির সর্দার, সংঠনটির সভাপতি সারোয়ার হোসেন ও সাধারন সম্পাদক মিজানুর রহমানসহ অন্যান্য সদস্য বৃন্দ।
এসময় মানবিক সংগঠনের সভাপতি সারোয়ার হোসেন বলেন, মানবিক সংগঠন একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন। এ সংগঠনের সদস্যদের প্রচেষ্টায় আমরা উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসহায় দরিদ্র পরিবারের গুলোকে স্ববলম্বী করে তোলার জন্য কাজ করে যাচ্ছে। এমন সহায়তামূলক কার্যক্রম মানবিক সংগঠনের অব্যহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha