আজকের তারিখ : ডিসেম্বর ২৩, ২০২৪, ২:৩১ পি.এম || প্রকাশকাল : অক্টোবর ২৮, ২০২১, ১২:১৯ পি.এম
স্ত্রীর করা মামলায় ব্যাংক কর্মকর্তা কারাগারে
স্ত্রীর দায়ের করা নারী ও শিশু নির্যাতন মামলায় সাজেদুল ইসলাম (৩০) নামের এনসিসি ব্যাংক কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৭ অক্টোবর) পাবনা শহরের বানীবিনা এলাকা থেকে তাকে গ্রেফতার করে আতাইকুলা থানা পুলিশ।
আতাইকুলা থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, বুধবার সকাল দশটার দিকে সাজেদুলকে গ্রেফতার করা হয়। পরে তাকে জেলহাজতে পাঠানো হয়।
মামলার বরাত দিয়ে ওসি জালাল উদ্দিন বলেন, ২০১৭ সালে ৫ লক্ষ টাকা দেনমোহরে পাবনা জেলার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর গ্রামের মো. আমিনুল ইসলামের মেয়ে আফসানা রিয়াদির সাথে আতাইকুলা থানার রঘুনাথপুর গ্রামের রওশন আলীর ছেলে সাজেদুল ইসলামের বিয়ে হয়। সাজেদুল ইসলাম এনসিসি ব্যাংক পাবনা শাখায় জুনিয়র অফিসার পদে কর্মরত আছেন। বর্তমানে রিয়াদি প্রায় ২ বৎসরের পুত্র সন্তানে রজনী।
সাজেদুল যৌতুকের দাবিতে বিভিন সময়ে স্ত্রীকে নির্যাতন করে আসছেন। সাজেদুলের মারপিটে আহত হয়ে রিয়াদি শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। গত ১৬ জুন পাবনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে সাজেদুলকে আসামী করে মামলা করেন রিয়াদি। মামলায় আসামীর বিরুদ্ধে ওয়ারেন্ট জারী করেন আদালত। সেই ওয়ারেন্টের ভিত্তিতে পুলিশ ওই ব্যাংক কর্মকর্তাকে গ্রেফতার করে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha