ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ছিন্নমূল, দরিদ্র, অসহায় শীতার্ত মানুষের গায়ে কম্বল পরিয়ে দিলেন পুলিশ সুপার। রবিবার রাতে বোয়ালমারী উপজেলার রেলস্টেশসহ বিভিন্ন স্থানে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন ফরিদপুর জেলা পুলিশ প্রধান মোঃ আলিমুজ্জামান।
জেলা পুলিশের অর্থায়নে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। প্রায় দুই শতাধিক ছিন্নমূল মানুষকে এ কম্বল দেয়া হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বোয়ালমারী থানার ওসি মোহাম্মদ নুরুল আলম, উপ-পরিদর্শক আব্দুল কাউয়ুম প্রমুখ।
এর আগে তিনি পাশের উপজেলা আলফাডাঙ্গার পাচুড়িয়া ইউনিয়নের পাচুড়িয়া গ্রামের মধুমতি নদের ভাঙনকবলিত মানুষের মাঝেও শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫