রাজবাড়ী জেলার পাংশা উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ফজলুল হক ফরহাদের সার্বিক ব্যবস্থাপনায় আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগ মঙ্গলবার ২৬ অক্টোবর বিকেলে পাংশা পৌরসভার পারনারায়নপুরে উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মরহুম ফরিদ হাসান মিলনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠান করেছে।
মঙ্গলবার আসরের নামাজের পর পারনারায়নপুর কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে ফরিদ হাসান মিলনের কবর জিয়ারত করেন আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পারনারায়নপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মোঃ ইউনুস আলী। এ সময় পাংশা উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ফজলুল হক ফরহাদ, পাংশা উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক ও পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস, পাংশা উপজেলা ছাত্রলীগের সভাপতি কামাল আল মামুন ও পাংশা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজাসহ আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগ এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
প্রসঙ্গতঃ পাংশা পৌরসভার পারনারায়নপুর গ্রামের মোঃ মকবুল হোসেনের পুত্র, পাংশা উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ হাসান মিলন (২৭) চলতি বছরের ২৯ সেপ্টেম্বর আকস্মিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha