রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার সাওরাইল ইউপির বিশই সাওরাইল গ্রামের হেকমত আলী মন্ডলের বাড়িতে গত সোমবার ২৫ অক্টোবর দিবাগত রাতে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এ ঘটনায় ওই পরিবারের লোকজনের মাঝে আতঙ্ক বিরাজ করছে। খবর পেয়ে মঙ্গলবার ২৬ অক্টোবর সকালে কালুখালী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জানা যায়, গত সোমবার দিবাগত গভীর রাতে ১৮/২০ জনের দুর্বৃত্তদল হেকমত আলী মন্ডলের বাড়িতে গিয়ে তাকে নাম ধরে ডাকাডাকি করে হুমকি প্রদর্শন করে। ঘটনার রাতে গৃহকর্তা হেকমত আলী মন্ডল বাড়িতে ছিলেন না। দুর্বৃত্তরা হেকমত আলীকে ডাকাডাকি করে না পেয়ে বাড়িতে ককটেল বিস্ফোরণসহ ১টি ফায়ার করে বলে জানান হেকমত আলী মন্ডলের স্ত্রী জাহেদা বেগম।
হেকমত আলী মন্ডলের সহোদর ভাই আতিয়ার রহমান একই ধরণের তথ্য দিয়ে বলেন, ১টি মামলার কারণে হেকমত মন্ডলসহ বাড়ির পুরুষ লোকজন অন্যত্র অবস্থান করছে। এ সুযোগে দুর্বৃত্তরা বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটানোসহ ১টি ফায়ার করেছে। সামাজিক পূর্ব দ্ব›েদ্বর জের ধরে প্রতিপক্ষের লোকজন এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছে তারা।
এদিকে, খবর পেয়ে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে কালুখালী থানার এসআই আব্দুল কাদেরসহ সঙ্গীয় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ ওই বাড়ি থেকে বিস্ফোরিত ককটেলের কাঁচের গুলি, জালের লোহার কাঠি, জর্দার কৌটার টুকরা অংশ ও কসটেপসহ কিছু আলমাত সংগ্রহ করে। তবে এ ঘটনার নেপথ্য নিয়ে জনমনে প্রশ্নের সৃষ্টি করেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha