আজকের তারিখ : এপ্রিল ২২, ২০২৫, ৪:০৭ এ.এম || প্রকাশকাল : অক্টোবর ২৭, ২০২১, ৮:৫৬ এ.এম
মাগুরায় গভীর রাতে ট্রাকের চাপায় নিহত লাশের পরিচয় নেই

মাগুরা সদর উপজেলার মঘী ইউনিয়নের কেচুয়াডুবি গ্রামের মহাসড়কের উপর সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত। বুধবার ২০ অক্টোবর রাত ৩.২০ টার সময় কেচুয়াডুবির আড়পাড়া ব্রীজের ৫০ মিটার উত্তরপাশে যশোর-মাগুরা মহাসড়কের উপর সড়ক দুর্ঘটনায় একজন লোক মারা যায়।
দূর্ঘটনার খবর পেয়ে মাগুরা রামনগর হাইওয়ে থানার এএসআই এস এম সেলিম রাজু সঙ্গীয় ফোর্স নিয়ে রাত ৩.৪০ মিনিটের সময় ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখতে পায়, সেখানে মাগুরা সদর থানার পুলিশের একটি মোবাইল টিম ছিন্ন বিচ্ছিন্ন মৃতদেহের পাশে উপস্থিত আছে।
উক্ত সদর থানার পুলিশ টিম জানায়, র্যাব-৬ সিপিসি-৩ যশোর টিমের সামনে বেপরোয়া গতির ট্রাক ঢাকা মেট্রো ট ১৬-১১৭৬ এর চালক আমির হোসেন (৫০) অ অজ্ঞাতনামা ৬০ বছরের পুরুষ ব্যক্তিকে চাপা দেয়। তাৎক্ষণিক র্যাব-৬ সিপিসি-৩ গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ করে তার ঠিকানা সংগ্রহ করে। চালকের বাড়ি আমির হোসেন (৫০), পিং- মৃত আক্কাছ আলী, সাং- মদিনগর, থানা- কুমিল্লা কোতয়ালী, জেলা- কুমিল্লা।
এরপর রামনগর হাইওয়ে থানার (এস আই) এম আশরাফুল মৃতদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে পরবর্তীতে পুলিশ সদস্য কং/৩২৮ মোঃ জাহিদুল ইসলাম এর মাধ্যমে মৃতদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালে পাঠায়। ঘাতক গাড়িটি রেজিঃ ঢাকা মেট্রো ট ১৬-১১৭৬ বাংলাদেশ সড়ক পরিবহন আইন ২০১৮ এর ১০৫ ধারা অনুযায়ী জব্দ করে মামলা দেওয়া হয়।
ময়নাতদন্তের শেষে লাশটিকে মাগুরা ভায়না গোরস্থানে কবর দেওয়া হয়েছে। এ বিষয়ে মাগুরা সদর থানায় এজাহার বা মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha