ফরিদপুরের নগরকান্দায় ইউনিয়ন পরিষদ নির্বাচন দ্বিতীয় পর্যায়ে আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে। মংগলবার ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। শেষ দিন বিকাল ৫ টা পর্যন্ত আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করেননি। ফলে বিদ্রোহীরা থেকেই যাচ্ছেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করার জন্য। উপজেলায় ৯ টি ইউনিয়নের মধ্যে ৮ টিতেই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নির্বাচনী মাঠে রয়েছেন। এদিকে দলীয় হাই কমান্ড থেকে কঠোর পদক্ষেপের কথা বলা হলেও তোয়াক্কা করছেন না কেউ।
চরযোশরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক বিদ্রোহী প্রার্থী আরিফুর রহমান পথিক বলেন, আমি ৫ বছর চেয়ারম্যান ছিলাম। জনগনের পাশে থেকে তাদের সেবা করেছি। তাদের অনুরোধে আমি প্রার্থী হয়েছি। বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আমার আস্থা ও বিশ্বাস রয়েছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং জনগন আমাকে ভোট দিয়ে পূনরায় বিজয়ী করবে।
উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি রামনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিদ্রোহী প্রার্থী কাইমুদ্দিন মন্ডল বলেন, আমি বঙ্গবন্ধুর সময় থেকে আওয়ামী লীগ করি। আমরা আওয়ামী পরিবার। সাধারণ জনগন আমার সাথে আছে, তারা আমাকে ভোট দিয়ে বিজয়ী করবে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া বলেন, আওয়ামী লীগের সভানেত্রী ও মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তমতে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। যারা দলীয় নির্দেশ অমান্য করে নির্বাচনে অংশ গ্রহন করছেন তাদের বিরুদ্ধে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha