রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউপির আসন্ন নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক জুলফিকার আলী নৌকা প্রতীক চেয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডে আবেদন করেছেন। একই সাথে মনোনয়ন লাভে তৎপর রয়েছেন তিনি। জানা যায়, সাংবাদিক জুলফিকার আলীর পিতা তোবারক হোসেন বোয়ালিয়া ইউপির প্রথম নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।
সাংবাদিক জুলফিকার আলী বর্তমানে কালুখালী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, পাঁচটিকড়ী শেখ রাসেল ক্রীড়াচক্রের সভাপতি, পাঁচটিকড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, কালুখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি, কালুখালী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটিসহ বিভিন্ন সামাজিক সেবামূলক সংগঠনের সাথে সক্রিয় ভাবে সম্পৃক্ত রয়েছেন।
ঢাকা থেকে প্রকাশিত জাতীয় সাপ্তাহিক স্রোত পত্রিকার সম্পাদক ও প্রকাশক তিনি । এছাড়া বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়নসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের সাথে সস্পৃক্ত রয়েছেন তিনি।
রবিবার ২৪ অক্টোবর আলাপকালে বোয়ালিয়া ইউপির নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক জুলফিকার আলী বলেন, ১৯৭৪ সালে আমার পিতা তোবারক হোসেন বোয়ালিয়া ইউনিয়নের প্রথম নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।
দলীয় মনোনয়নের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নিরলসভাবে প্রচেষ্টা চালানোর পাশাপাশি তৃণমূলে আওয়ামী লীগের সাংগঠনিক কর্মকান্ড জোরদারকরণের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
প্রসঙ্গতঃ বোয়ালিয়া ইউপির আসন্ন নির্বাচনে সাংবাদিক জুলফিকার আলী, বোয়ালিয়া ইউপির বর্তমান চেয়ারম্যান হালিমা বেগম, বোয়ালিয়া ইউপি আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমান মোল্লা ও বোয়ালিয়া ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদসহ ৭জন দলীয় মনোনয়ন চেয়েছেন।
কালুখালীর বোয়ালিয়া, কালিকাপুর, মৃগী, মাজবাড়ী, মদাপুর, সাওরাইল ও রতনদিয়া ইউপির নির্বাচনের ভোটগ্রহণ ২৮ নভেম্বর। রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২ নভেম্বর। মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থীরা মনোনয়ন লাভে জোর তৎপরতা চালাচ্ছেন।