২১শে ডিসেম্বর অজিত কুমার কর-এর ২২তম মৃত্যুবার্ষিকী। তিনি ছিলেন ফরিদপুর শহরের একজন খ্যাতিমান শিক্ষক ও পরে শিক্ষা বিভাগের কর্মকর্তা। শেষ জীবনে ধর্মের দিকে বেশ নিবেদিতপ্রাণ হয়ে গিয়েছিলেন অজিত কর। তিনি ছিলেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ, ফরিদপুর জেলা শাখার প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক।
তার পুত্র অনিমেষ কর জানান, তার মৃত্যু বাষির্কী উপলক্ষে শহরের সোভারামপর শ্রীমন্দিরে বিশেষ প্রার্থনা ও স্মরণসভার অনুষ্ঠিত হয়।এছাড়াও পারিবারিক আয়োজনে স্থানীয় মন্দিরে তাঁর আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়েছে।
প্রয়াত অজিত করের স্ত্রী ফরিদপুর শহরের চরকমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিকা কাঞ্চন রানী দাস, মেয়ে শিল্পী কর ও ছেলে ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের বিশেষ প্রতিনিধি অনিমেষ কর।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫