সদরপুরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ মাছ শিকারের দায়ে ১০ জেলেকে আটক করে ৫ হাজার টাকা করে মোট ৫০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
গতকাল শনিবার ভোর রাতে ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মা নদী ও আড়িয়াল খাঁ নদে থানা পুলিশের সহযোগীতায় উপজেলা প্রশাসনের ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে এ ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা হয়।
এ সময় জেলেদের কাছ থেকে ৭০ হাজার মিটার কারেন্ট জাল ও ১০ কেজি মা ইলিশ জব্দ করে। উদ্ধারকৃত জাল আগুনে পুড়িয়ে ভ‚স্মীভূত করে ও মা ইলিশ সদরপুর এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তারেক মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা তাসনিয়া তাসমীম ও থানা পুলিশ।
ফরিদপুরের সদরপুরে মা ইলিশ রক্ষার অভিযানের একাংশ
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha