আজকের তারিখ : জুলাই ১৪, ২০২৫, ৪:১৫ এ.এম || প্রকাশকাল : অক্টোবর ২২, ২০২১, ৬:৪৮ পি.এম
চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে আটক- ১০
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ১০ জন আসামিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ অক্টোবর) দিন-রাতের অভিযানে তাদের আটক করে।
আটককৃতরা হচ্ছে,বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত আসামী ০৪ জন তারা হচ্ছে ,নিরঞ্জন সরদার,গোপিন সরকার,শ্রী সরকার ও শ্রী পল্টন সরদার। এছাড়া জিআর পরোয়ানাভূক্ত আসামী ০২ জন যথাক্রমে:মোঃ নাঈম ইসলাম, মোঃ মনিরুল ইসলাম। সিআর পরোয়ানাভূক্ত আসামী মোঃ জহুরুল , আর মাদক সেবনের অপরাধে গ্রেপ্তারকৃত ০৩ জন যথাক্রমে:মোঃ জাহিদুল ইসলাম ,মোঃ শিবলু ইসলাম ও মোঃ হুমায়ুন কবির।
এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস জানান, পুলিশ সুপার চাঁপাইনবাবগঞ্জ ,গোমস্তাপুর অতিরিক্ত সার্কেলের নির্দেশক্রমে গোমস্তাপুর থানার কয়েকটি চৌকস টিম গোমস্তাপুর থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ১০ জন আসামিকে গত বৃহস্পতিবার আটক করে। আজ শুক্রবার সকালে আটককৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।