রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় সোমবার ১৪ ডিসেম্বর যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকাল ৯টায় উপজেলার হাবাসপুর ইউপির হাবাসপুর বাজারস্থ শহীদ মুক্তিযোদ্ধা আরশেদ আলীর সমাধিতে পুষ্পার্ঘ অর্পণ, আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়।
জানা যায়, পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, হাবাসপুর ইউনিয়ন পরিষদ, ড.কাজী মোতাহার হোসেন কলেজ, হাবাসপুর কে.রাজ উচ্চ বিদ্যালয়, হাবাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাবাসপুর ইউপি মুক্তিযোদ্ধা সংসদ ও বাহাদুরপুর ইউপি মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের নেতৃবৃন্দ ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার লোকজন মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধা আরশেদ আলীর সমাধিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর সমাধি চত্বরে ইউএনও বিপুল চন্দ্র দাসের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, এসিল্যান্ড নুজহাত তাসনীম আওন, পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার চাঁদ আলী খান, রাজবাড়ী জেলা পরিষদের সদস্য ও হাবাসপুর ইউপি মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শেখ শাহজাহান আলী, হাবাসপুর ইউপির চেয়ারম্যান ও হাবাসপুর ইউপি আওয়ামী লীগের সভাপতি আব্দুল আলিম মন্ডল, ড.কাজী মোতাহার হোসেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তোফাজ্জেল হোসেন, সাংবাদিক মোক্তার হোসেন ও হাবাসপুর কে.রাজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চাঁদ আলী প্রমূখ বক্তব্য রাখেন।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মো. সোহেল আমিন। অনুষ্ঠান উপস্থাপনা করেন হাবাসপুর ইউপির ১নং ওয়ার্ডের মেম্বার ফারুক হোসেন। অনুষ্ঠানে হাবাসপুর কে.রাজ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নির্মল কুমার সাহা, বাহাদুরপুর ইউপি মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ডা.আব্দুল জব্বার, হাবাসপুর ইউপির সচিব আজিজুল ইসলাম, মুক্তিযোদ্ধা, ইউপি মেম্বারসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে একমিনিট নিরবতা পালনের মাধ্যমে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
প্রসঙ্গতঃ শহীদ মুক্তিযোদ্ধা আরশেদ আলী মহান স্বাধীনতা যুদ্ধের সময় রাজবাড়ী সরকারি কলেজের ইন্টারমিডিয়েটের ছাত্র ছিলেন। স্বাধীনতা যুদ্ধের ১৪ ডিসেম্বর রাজবাড়ীতে যুদ্ধে শহীদ হন তিনি। শহীদ মুক্তিযোদ্ধা আরশেদ আলীর বাড়ী হাবাসপুর ইউপির গঙ্গানন্দদিয়া গ্রামে। তার পিতার নাম মরহুম আবুল কাশেম সরদার।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha