ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষন অভিযান অব্যাহত রয়েছে। গত আঠার দিনে মোট বত্রিশটি অভিযান পরিচালনা করেছেন বলে উপজেলা মৎস্য অফিস সূত্র জানিয়েছেন। এ বত্রিশটি অভিযানে মোট আটককৃত ইলিশ মাছের পরিমান সাড়ে ৩৯ কেজি।
এছাড়া অভিযানে ১ লাখ সাড়ে ১৩ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস করা সহ দুইজন জেলেকে আটক করে নগদ ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানা গেছে। আগামী ২৫ অক্টোবর পর্যন্ত উপজেলা পদ্মা নদীতে অভিযান অব্যাহত থাকবে। তবে উপজেলা পদ্মা নদীতে এ বছর ইলিশ বিচরনের পরিমান খুব কম বলে স্থানীয় মৎস্যজীবি সমিতিগুলো জানিয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পদ্মা নদীর ক্ষুদ্র মৎস্যজীবি সমবায় সমিতির সাধারন সম্পাদক আত্তাপ মুন্সী জানান, “ এ বছর উপজেলা পদ্মা নদীতে আগের মত ইলিশই আসে নাই। উপজেলায় ইলিশ ঢুকার প্রধান রুট পদ্মা নদীর ভাটিতে মাওয়া ঘাট এলাকা থেকেই অসাধু জেলেরা ইলিশের ঝাঁক আটকিয়ে দিচ্ছে। ফলে গত ১৮ দিনে উপজেলা পদ্মা নদীতে তেমন কোনো ইলিশ মাছের বিচরণ লক্ষ্য করা য়ায় নাই”।
উক্ত সমিতির সভাপতি আবুল কাশেম খান জানান, “উপজেলা পদ্মা নদীতে এ বছর ইলিশের বিচরণ খুবই কম। ফলে ইলিশ শিকারীরা নিজেদের নিরাপত্তা, নৌকা ও জালের ঝুঁকির চিন্তা করে আগের মত পদ্মা নদীতে ইলিশ শিকারে নামে নাই”।
আর উপজেলা মৎস্য অফিসার এসএম মাহমুদুল হাসান বলেন, “ পদ্মায় ইলিশ থাকুক আর না থাকুক, সরকারি বিধি মোতাবেক প্রতিদিন আমরা পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষনের জন্য দফায় দফায় অভিযান পরিচালনা করে চলেছি এবং আগামী ২৫ অক্টোবর পর্যন্ত মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা অব্যাহত থাকবে”।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha