ভ্রু কাঁপানোর ছোট্ট একটি ভিডিও দিয়ে আলোচনায় আসেন প্রিয়া প্রকাশ ভ্যারিয়ার। সেটি ছিলো 'অরু আদার লাভ' নামের মালয়লাম ছবির একটি গানের দৃশ্য। সেই ভিডিও নিয়ে তোলপাড় হয়ে গেল অনলাইনে। অচেনা এক মেয়ে প্রিয়া, রাতারাতি বনে গেল তারকা।
তার সঙ্গে জনপ্রিয় হয়ে উঠলো তার বয়ফ্রেন্ড চরিত্রে অভিনয় করা রোশান আব্দুলও। ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ১৪ ফেব্রুয়ারি। তার আগে গতকাল বুধবার ছবিটির একটি ভিডিও প্রকাশ করেছে নির্মাতা পক্ষ।
এতে বেশ গুরুত্ব নিয়েই হাজির হয়েছেন সেই ভ্রু কাঁপানো ভিডিওটির দুই তারকা প্রিয়া ও রোশানকে। ছিলো একটি চুমুর দৃশ্যও। তাদের নতুন ভিডিওটি ভাইরাল।
ভিডিওটি প্রকাশের ১২ ঘণ্টার মধ্যেই ৪ লাখ ৬০ হাজার বারের বেশি দেখা হয়েছে। তবে এবার প্রশংসার চেয়ে সমালোচনাই বেশি। ফেসবুকে-ইউটিউবে ভিডিওটি নিয়ে ট্রলও করা হচ্ছে। সমালোচকদের দাবি, এমন আবেগঘন দৃশ্যে প্রিয়ার মুখে কোনো অভিব্যক্তিই ছিল না। সে অভিনেত্রী হওয়ার যোগ্যতাই রাখে না। এ দৃশ্যটিকে তারা বিরক্তিকর বলে আখ্যা দিয়েছেন।
'অরু আদার লাভ' ছবিটি পরিচালনা করেছেন ওমর লুলু। এতে আরও অভিনয় করেছেন সিয়াদ শাজাহান ও নুরিন শিরেফ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha