আজকের তারিখ : এপ্রিল ১১, ২০২৫, ১০:০৫ এ.এম || প্রকাশকাল : অক্টোবর ২১, ২০২১, ৪:৪১ পি.এম
গোমস্তাপুরে তরুণীর আত্মহত্যা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিষপানে সোমা (১৯) নামে এক তরুনী আত্মহত্যা করেছে । সে উপজেলার বাংগাবাড়ী ইউনিয়নের ব্রজনাথপুর গ্রামের জিয়াউর রহমানের মেয়ে। ওই তরুণীর পিতা জিয়াউর রহমান জানান, তার মেয়ে বুধবার বিকেলে একই গ্রামের আলাউদ্দিনের বাড়িতে গিয়ে বিষপানে করে।
তারা প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে স্থানান্তর করে। পথে তার মৃত্যু হয়। পরে রাত আনুমানিক ২টার দিকে তার লাশ একটি মাইক্রোবাস যোগে রাজশাহী থেকে তার বাড়িতে পাঠিয়ে দেয়া হয় ।
পরে পুলিশকে খবর দেয়া হলে পুলিশ এসে লাশটি থানায় নিয়ে যায়। লাশ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগন্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস জানান, সোমা খাতুন কিছুদিন পূর্বে পরিবারের অজান্তেই ওই এলাকার আলাউদ্দিন নামে এক ব্যক্তিকে বিবাহ করেন।
আলাউদ্দিনের প্রথম স্ত্রী থাকার কথা জানার পর বুধবার সকালে সোমা খাতুন আলাউদ্দিনের বাড়িতে উপস্থিত হলে সে তাকে গালিগালাজ করে বাড়ি থেকে বের করে দেয়। এ সময় সে তার বাড়িতে বিষপান করে। এ ঘটনায় ওই তরুনীর মা বাদী হয়ে আলাউদ্দিনের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গোমস্তাপুর থানায় মামলা দায়ের করেছেন বলে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha