আজকের তারিখ : ডিসেম্বর ২৩, ২০২৪, ২:৩৪ পি.এম || প্রকাশকাল : অক্টোবর ২১, ২০২১, ৪:২৭ পি.এম
সড়কে-পরিবহনে শৃঙ্খলা ফেরাতে চাই: -ওবায়দুল কাদের
পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এত উন্নয়নের পরও নানা কারণে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হয় নি। এটা আমাদের জন্য চ্যালেঞ্জ। আমরা সড়কে শৃঙ্খলা ও পরিবহনে শৃঙ্খলা ফেরাতে চাই। বৃহস্পতিবার (২১ অক্টোবর) বেলা ১১ টায় ‘ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রজেক্ট’ (ডব্লিউবিপিআইপি) আওতাভুক্ত নির্মানাধীন ৩৫ সেতুর উদ্বোধন উপলক্ষে রাজশাহীর সড়ক ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় রাজশাহী বিভাগের ১৬টি সহ মোট ৩৫টি সেতুর উদ্বোধন করেন তিনি। রাজশাহী ও রংপুর জোনে এই সেতুগুলো নির্মাণ করা হয়। জাইকার আর্থিক সহায়তায় ২০০৯ থেকে শুরু হওয়া এ প্রজেক্ট শেষ হবে আগামী ২০২২ সালে। ৮২টির মধ্যে ৬১ সেতুর নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে। অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, গুরুত্বপূর্ণ মহাসড়কের ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ সেতুগুলো সংস্কার করা হচ্ছে। যানজট ও সড়ক দুর্ঘটনা কমানোর পাশাপাশি শক্তিশালী যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে ভূমিকা রাখবে এসব সেতু।
ওয়েস্টার্ন বা ইমপ্রুভ টেকনোলজির ব্যবহার করা হচ্ছে সেতুগুলো নির্মাণে। এতে কংক্রিটের পাশাপাশি ব্যবহার করা হয়েছে ‘স্টিল গার্ডার’। এ প্রযুক্তি ব্যবহারের ফলে সেতুগুলোকে অতিরিক্ত উচ্চতা না দিয়েও আরো বেশি শক্তিশালী করে তুলবে। এসময় জাপানের অ্যাম্বাসেডর, জাইকার পরিচালক, পরামর্শক প্রতিষ্ঠান, ঠিকাদার প্রতিষ্ঠানসহ সড়ক ও জনপথ মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ ভার্চুয়ালি অংশ নেন।
রাজশাহী সড়ক ও জনপথ জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাদিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ডব্লিউবিপিআইপি প্রকল্পের অতিরিক্ত পরিচালক বিকাশ চন্দ্র দাস উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬