আজকের তারিখ : নভেম্বর ২৮, ২০২৪, ১০:৪২ পি.এম || প্রকাশকাল : অক্টোবর ২০, ২০২১, ৮:২৯ পি.এম
বোয়ালমারীতে ৭ হাজার মিটার অবৈধ জাল বিনষ্ট
ফরিদপুরের বোয়ালমারীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরায় ৭ হাজার মিটার অবৈধ জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। উপজেলার ঘোষপুর ইউনিয়নের চণ্ডিবিলা ও লংকারচর নামক স্থানের মধুমতী নদীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রুহুল আমিন উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা যায়, বুধবার (২০ অক্টোবর) বিকেল ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত মধুমতী নদীতে পরিচালিত অভিযানে ৭ হাজার ৫০০ মিটার অবৈধ জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়। জাতীয় সম্পদ ইলিশ মাছ রক্ষায় এই অভিযান চালানো হয়।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক বলেন, জাতীয় সম্পদ ইলিশ মাছ রক্ষায় মধুমতি নদীতে অভিযান চালিয়ে ৭ হাজার ৫০০ মিটার অবৈধ জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha