রাজবাড়ী জেলার পাংশায় এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগারে মঙ্গলবার ১৫ ডিসেম্বর সন্ধ্যায় ইউএনও বিপুল চন্দ্র দাসের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বিদায়ী ইউএনও বিপুল চন্দ্র দাস, পাংশা পৌরসভার মেয়র ও এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক আব্দুল আল মাসুদ বিশ্বাস, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও পাংশা সরকারী কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ এ.কে.এম শফিকুল মোরশেদ আরুজ ও পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ এ.এফ.এম শফীউদ্দিন (পাতা) প্রমূখ বক্তব্য রাখেন। বিদায়ী ইউএনও বিপুল চন্দ্র দাসের উদ্দেশ্যে স্বরচিত কবিতা পাঠ করেন এবাদত আলী শেখ। উপস্থাপনা করেন পাঠাগারের দপ্তর সম্পাদক শেখ মোহাম্মদ সবুর উদ্দিন।
অনুষ্ঠানে ড.কাজী মোতাহার হোসেন কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বিকাশ চন্দ্র বসু, পাংশা শিল্প ও বণিক সমিতির সাবেক সহ-সভাপতি সৈয়দ নূর-ই-আলম ইমরোজ, আইডিয়াল গার্লস কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নান, প্রভাষক লিটন কুমার বিশ্বাস, এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোতাহার হোসেন, পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদের সভাপতি মোহাম্মদ ফিরোজ হায়দার, প্রেসক্লাবের সভাপতি ও পাঠাগারের আজীবন সদস্য মোক্তার হোসেন, পাংশা উপজেলা শিল্পকলা একাডেমীর সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী উত্তম কুমার কুন্ডু, শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জাহাঙ্গীর, পাঠাগার পরিচালনা কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ইউএনও বিপুল চন্দ্র দাস চলতি ২০২০ সালের ১৬ আগস্ট পাংশা উপজেলায় যোগদান করেন। উচ্চ শিক্ষার জন্য তার বিদেশ যাওয়ার কথা। এ লক্ষ্যে চলতি সপ্তাহেই সংস্থাপন মন্ত্রণালয়ে যোগদানের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha