আজকের তারিখ : জানুয়ারী ১৬, ২০২৫, ১:৩৫ এ.এম || প্রকাশকাল : অক্টোবর ১৯, ২০২১, ৩:৩৭ পি.এম
খোকসায় শেখ রাসেল দিবস পালিত
রাসেল দীপ্ত জয়োল্লাস অদম্য আত্মবিশ্বাস এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় কুষ্টিয়ার খোকসা উপজেলায় শেখ রাসেল দিবস পালিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও শিশুদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহি অফিসার মেজবাহ্ উদ্দীন এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা।শেখ রাসেল দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক, মুক্তিযোদ্ধা মনজেল আলী, ওসমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মোঃ আশিকুর রহমান ও সাংবাদিক হুমায়ুন কবির প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি ইসহাক আলী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সবুজ কুমার সাহা, মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান, উপজেলা সাব রেজিস্ট্রার নাজমুল হক, সমাজসেবা অফিসার শাম্মী আক্তার যুথী ও মহিলা বিষয়ক কর্মকর্তা রুবি আক্তার প্রমুখ।
শেখ রাসেল এর ৫৮ তম জন্মদিন পালন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থীদের নিয়ে উপস্থিত বক্তৃতা, বিতর্ক প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও কবিতা আবৃতিতে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। পরে ১৫ আগস্ট এর দিনে নিহতদের স্মরণে ও তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha