আজকের তারিখ : জুলাই ২৭, ২০২৫, ২:৪২ পি.এম || প্রকাশকাল : অক্টোবর ১৮, ২০২১, ৫:৪৭ পি.এম
ফরিদপুরের সদরপুরে শেখ রাসেল দিবস পালিত

ফরিদপুরের সদরপুরে প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন ও শেখ রাসেল দিবস পালন করা হয়।
এ উপলক্ষে গতকাল সোমবার সকালে উপজেলা চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিত্বে পুষ্পস্তবক অর্পন করে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, উপজেলা আওয়ামী লীগসহ সকল সরকারি-বেসকারি শিক্ষা প্রতিষ্ঠান।
পরে উপজেলা দরবার হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মাহমুদের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জিয়াউর রহমান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডা ডাঃ এম এ গফফার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন প্রমুখ।
আলোচনা সভা শেষে প্রাধানমন্ত্রীর উপহার হিসেবে দুস্থ ও অসহায় শতাধিক পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha