ফরিদপুরের উত্তর বোয়ালমারীর বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শণ করেছেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সপ্তমীতে তিনি স্ব-স্ত্রীক বোয়ালমারীর বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শণ করেন। এই সময় তাঁর সফর সঙ্গিদের মধ্যে জেলা উর্ধ্বতন কর্মকর্তাগণ ছিলেন।
জেলা প্রশাসক অতুল সরকার মঙ্গলবার সন্ধ্যায় বোয়ালমারীর সাতৈর ইউনিয়নের বড় নগর সাহা বাড়ির পূজা মন্ডপে পৌছালে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নেতা সুবাস সাহা এবং উপস্থিত ভক্তবৃন্দ ফুল ছিটিয়ে তাঁকে বরণ করে নেন।
জেলা পশাসক অতুল সরকার তাঁর সংক্ষিপ্ত বলেন সর্বকালের সর্ব শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা আমাদের মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার”্ তিনি বলেন, আমরাও তাই মনে করি।
বড়নগর সাহা বাড়ি মন্ডপ মঞ্চে আরও বক্তব্য রাখেন বোয়ালমারী উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন (মুশা মিয়া), পৌর মেয়র সেলিম রেজা লিপন এবং স্বাগত বক্তব্য দেন সাহা বাড়ির সিনিয়র সদস্য বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নেতা, বিশিষ্ট্য সমাজ সেবক, ধর্মানুরাগী সুবাস সাহা।
বক্তব্য শেষে জেলা প্রশাসক এবং অতিথিবৃন্দ রাতের প্রসাদ গ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫