ফরিদপুরের আলফাডাঙ্গায় ৮ দলীয় মেয়র গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে উপজেলা হলরুমে মঙ্গলবার সকালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পৌর মেয়র সাইফুর রহমান সাইফারের সভাপতিত্বে ও সাবেক ছাত্রলীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক তৌকির আহম্মেদ ডালিমের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ সহসভাপতি শেখ আকরামুজ্জামান কুয়েতি, আব্দুর রউফ তালুকদার, আশরাফউদ্দিন তারা, (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক আব্দুল আলীম সুজা, দপ্তর সম্পাদক সেলিম রেজা, পুলিশ পরিদর্শক (তদন্ত) হানিফ সরকার, আওয়ামী লীগ প্রচার সম্পাদক কাসেদ মন্ডল, সেচ্ছাসেবকলীগ সভাপতি এনায়েত হোসন প্রমুখ।
এক বিজ্ঞপ্তি থেকে জানা যায়,আগামী ২২ অক্টোবর শুক্রবার আলফাডাঙ্গা সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলার শুভ উদ্ভোদন করবেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মনজুর হোসন, দ্বিতীয় খেলার প্রধান অতিথি থাকবেন জেলা প্রশাসক অতুল সরকার, তৃতীয় খেলার প্রধান অতিথি থাকবেন পুলিশ সুপার আলীমুজ্জামান, চতুর্থ খেলার প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগের আর্ন্তজাতিক বিষয়ক উপকমিটির সদস্য ও তিতাস গ্যাস কোম্পানীর সাবেক পরিচালক খান মঈনুল ইসলাম মোস্তাক। প্রথম দিন নারায়ণগঞ্জ জেলা সাথে লড়বে চুড়াডাঙ্গা জেলা।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫