মাগুরা সদর উপজেলার হাজরাপুর ইউনিয়নের মিঠাপুর গ্রামের ঘোষপাড়া হইতে নোয়াপাড়া ৩ কিলোমিটার পর্যন্ত প্রায় ৫০০০ হাজার তালবীজ রোপণ করা হয়। মঙ্গলবার ১২ অক্টোবর সকাল ১০ টার সময় মিঠাপুর বটগাছ ব্রীজ সংলগ্ন বাংলাদেশ কৃষকলীগ, মাগুরা জেলা কৃষকলীগ শাখার আয়োজনে তালবীজ রোপণ করা হয়।
তালবীজ রোপণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কৃষকলীগ সভাপতি এ্যাডভোকেট মোঃ মইনুল ইসলাম পলাশ এবং সঞ্চালনায় সাধারণ সম্পাদক জেলা কৃষকলীগ মোঃ সাজ্জাদুল ইসলাম বিপু। তালবীজ রোপণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাননীয় সংসদ সদস্য মাগুরা ১ আলহাজ্ব এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।
বিশেষ অতিথি ছিলেন চেয়ারম্যান জেলা পরিষদ বাবু পঙ্কজ কুমার কুন্ডু, উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুশান্ত কুমার প্রামাণিক, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর, উপজেলা কৃষি অফিসার মোঃ হুমায়ুন কবির, বেসরকারী সংস্থা বিষয়ক সম্পাদক বাংলাদেশ কৃষকলীগ মোঃ মিরুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মোঃ হুমায়ুন কবির।
এছাড়াও উপস্থিত ছিলেন উপদেষ্টা মন্ডলীর সদস্য জেলা কৃষকলীগ মোঃ আখিরুল ইসলাম আঁখি, সাংগঠনিক সম্পাদক জেলা কৃষকলীগ এস এম শহীদুল ইসলাম রেন্টু, পৌর আহবায়ক কৃষকলীগ আহাম্মদ হোসেন বাবু, প্রচার ও প্রকাশনা সম্পাদক জেলা কৃষকলীগ মোঃ সুজন মাহমুদ রিগান, সদর উপজেলা সাধারণ সম্পাদক কৃষকলীগ আবু রেজা নুসরৎ দৌলা পিকুল, পৌর সভাপতি ৯ নং ওর্য়াড কৃষকলীগ হাফেজ মোঃ মুজিবুর রহমান, ৬ নং রাঘবদাইড় ইউনিয়ন কৃষকলীগ সভাপতি মোঃ আইয়ুব হোসেন মোল্লা, হাজরাপুর ইউনিয়ন কৃষকলীগ মোঃ আব্দুল খালেক সহ কৃষকলীগের নেতা ও কমীবৃন্দগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি এমপি সাইফুজ্জামান শিখর বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপা বাংলাদেশকে পরিবেশ ভারসাম্য রক্ষা, বজ্রপাতের হাত থেকে রক্ষা, মাঠের কৃষকদের রক্ষা করার জন্য তাল গাছ রোপণের জন্য নির্দেশ দিয়েছেন। মাগুরা জেলায় তাল গাছ রোপণের উদ্যোগ নিয়েছে বলে তিনি কৃষকলীগের সভাপতি এ্যাডভোকেট মোঃ মইনুল ইসলাম পলাশ ও সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদুল ইসলাম বিপুকে কাজের জন্য প্রশংসা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
মিঠাপুর এলাকা বাসীর পক্ষ থেকে হাজরাপুর ইউনিয়ন কৃষকলীগের সদস্য মোঃ আব্দুল খালেক এমপি সাইফুজ্জামান শিখর এর কাছে দক্ষিণ মাঠের ঘোষপাড়া থেকে নোয়াপাড়া ৩ কিলোমিটার ও মিঠাপুর দক্ষিণ পাড়ায় দেড় কিলোমিটার পর্যন্ত পাকা রাস্তার জন্য দাবী করেন। এমপি সাইফুজ্জামান শিখর বলেন, খুব শীঘ্রই এলাকাবাসীর লোকজনের উন্নয়নের জন্য পাকা রাস্তা ও মাঠে কৃষকদের সেচের জন্য বিদ্যুৎের লাইন স্থাপনের ব্যবস্থা করে দিবেন।