চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুটি অভিযান চালিয়ে নগদ ২৯হাজার টাকা ও প্রায় ২৮ কেজি গাঁজাসহ ৪জনকে আটক করেছে র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা।
এসময় একটি ট্রাক জব্দ করা হয়েছে। আটককৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গ মোড়লপাড়া গ্রামের রাকিবের ছেলে মোঃ রাজ্জাক (২৭), মৃত একরামুল হকের ছেলে সুমন আলী (৩০), একই উপজেলার কানসাট বাগদূর্গাপুর গ্রামের মুরতুজা আলমের ছেলে আশরাফুল ( ২৪) ও সেলিম রেজা (৩৪)।
আজ বুধবার দুপুরে র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পে আয়োজিত প্রেস বিফিংয়ে এই তথ্য জানান, কোম্পানী অধিনায়ক মেজর সানরিয়া চৌধুরী।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha