আজকের তারিখ : জানুয়ারী ১১, ২০২৫, ১১:৪১ পি.এম || প্রকাশকাল : অক্টোবর ১১, ২০২১, ১১:৪৩ পি.এম
পাংশায় ডিলারের দোকানে খাদ্যবান্ধব কর্মসূচির কার্যক্রম পরিদর্শনে কর্মকর্তারা
রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় সোমবার ১১ অক্টোবর দুপুরে ডিলারের দোকানে চলমান খাদ্যবান্ধব কর্মসূচির কার্যক্রম পরিদর্শন করেছেন কর্মকর্তারা। ওসিএলএসডি মোহাম্মদ ইব্রাহীম আদম, খাদ্য পরিদর্শক জেসমিন আক্তার ও উপ-সহকারী খাদ্য পরিদর্শক রিপন কুমার বিশ্বাস সোমবার উপজেলার হাবাসপুর, বাহাদুরপুর, বাবুপাড়া ও মাছপাড়া ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারের দোকানে চাল বিক্রয় কার্যক্রম মনিটরিং করেন।
ওসিএলএসডি মোহাম্মদ ইব্রাহীম আদম বলেন, খাদ্য মন্ত্রণালয়ের আওতায় বছরে ৫ মাস ১ম পর্যায় মার্চ-এপ্রিল ও ২য় পর্যায় সেপ্টেম্বর-নভেম্বর পর্যন্ত খাদ্যবান্ধব কর্মসূচির কার্যক্রম চলে। বর্তমানে ২য় পর্যায়ের সেপ্টেম্বর মাসের কার্যক্রম শেষ হয়েছে। অক্টোবর মাসের চাল বিক্রয় কার্যক্রম চলছে। খাদ্যবান্ধব কর্মসূচি নীতিমালা-২০১৭ অনুসরণপূর্বক কার্যক্রম চলছে।
খাদ্য পরিদর্শক জেসমিন আক্তার জানান, পাংশা উপজেলায় ১০টি ইউনিয়নে ৩৩ জন ডিলারের মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচির ১৭হাজার ১০জন সুবিধাভোগী রয়েছেন। সুবিধাভোগীরা ১০টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল পাচ্ছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha