রাজবাড়ী জেলার পাংশা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সোমবার ১১ অক্টোবর “জাতীয় সম্পদ রক্ষার্থে, ইঁদুর মারি একসাথে” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় ইঁদুর নিধন অভিযান-২০২১ উদ্বোধন করা হয়েছে।
পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ আলীর সভাপতিত্বে জাতীয় ইঁদুর নিধন অভিযান-২০২১ উদ্বোধন করেন পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস, কৃষি কর্মকর্তা কৃষিবিদ রতন কুমার ঘোষ ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মাঈনুদ্দিন সাআদ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে জনপ্রতিনিধি, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, কৃষক কৃষাণী ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত কৃষক কৃষাণীর মাঝে ইঁদুর মারা ঔষধ বিতরণ করা হয়।
পাংশায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সোমবার জাতীয় ইঁদুর নিধন অভিযান-২০২১ উদ্বোধন করা হয়
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha