আজকের তারিখ : ডিসেম্বর ২৭, ২০২৪, ৪:১৫ এ.এম || প্রকাশকাল : ডিসেম্বর ২০, ২০২০, ৬:৫০ পি.এম
নড়াইলের নবগঙ্গা নদীতে বালুবাহী ট্রলারের ধাক্কায় জেলে নৌকাডুবি নিখোঁজ- ১, আহত- ২
নড়াইল প্রতিনিধি খন্দকার সাইফুলঃ নড়াইলের লোহাগড়ার নবগঙ্গা নদীতে বালুবাহী ট্রলারের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় একজন জেলে নিখোঁজ ও অপর দুই জন আহত হয়েছেন। নিখোঁজ রাধাকান্ত দাসের সন্ধানে রোববার সকাল থেকে ফায়ার সার্ভিসের ৫ সদস্যের একটি ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত শনিবার রাত ১১ টার দিকে লোহাগড়া উপজেলার নবগঙ্গা নদীর কাঞ্চনপুর এলাকায় একটি বালুবাহী ট্রলার একটি মাছ ধরার ডিঙ্গি নৌকাকে ধাক্কা দিলে নৌকাটি ডুবে যায়।
এ সময় নৌকায় থাকা কলাগাছী গ্রামের জেলে গৌতম দাস (৫০), তার ছেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাগর দাস (২৫) আঘাত প্রাপ্ত হয়ে সাঁতরিয়ে তীরে উঠতে সক্ষম হলেও রাধাকান্ত দাস (৫৫) এখনো নিখোঁজ রয়েছেন। গুরুতর আহত সাগর দাসকে রাতে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে রোববার সকালে খুলনার একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
লোহাগড়া ফায়ার সার্ভিসের টিম লিডার মাসুদ রানা জানান, নিখোঁজ রাধা কান্ত দাসের সন্ধানে খুলনা থেকে আগত পাঁচ সদস্য বিশিষ্ট একটি ডুবুরি দল রবিবার সকাল থেকে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। তবে এ রিপোর্ট (রবিবার বিকাল ৫ টা পর্যন্ত) লেখা পর্যন্ত নিখোঁজ জেলের কোন সন্ধান মেলেনি।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, বালুবাহী ভলগেটটি আটকের চেষ্টা চলছে ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha