ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইনামুল হাসানের বিরুদ্ধে জারিকৃত সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করায় প্রায় ১৫ মাস পরে স্বপদে ফিরেছেন। বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. আবুজাফর রিপন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন থেকে জানা যায়, ঢাকার স্থানীয় সরকার পরিচালকের সুপারিশ বিবেচনায় নিয়ে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইনামুল হাসান ভবিষ্যতে এ ধরণের কর্মকা- আর করবেনা মর্মে সতর্কীকরণপূর্বক স্থানীয় সরকার বিভাগ হতে তার সাময়িক বরখাস্ত সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহার করা হলো।
২০২০ বছর ২০ মে বরখাস্ত হওয়া চেয়ারম্যান ইনামুল হাসানের বিরুদ্ধে খাদ্যবান্ধব কর্মসূচির সুবিধাভোগীদের তালিকা প্রণয়নে অনিয়মসহ নানা অনিয়মের অভিযোগে স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো.ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এক ইউপি চেয়ারম্যান ও ছয় ইউপি সদস্যকে বহিস্কার করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫