আজকের তারিখ : অগাস্ট ১৬, ২০২৫, ১১:৩৪ এ.এম || প্রকাশকাল : অক্টোবর ৬, ২০২১, ৭:৪৬ পি.এম
বোয়ালমারীতে শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

ফরিদপুরের বোয়ালমারীতে শারদীয় উৎসব দূর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। বুধবার বেলা সাড়ে এগারোটায় উপজেলা হল রুমে উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা রেজাউল করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া।
এ সময় সহকারী কমিশনার ভূমি মারিয়া হক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা খালিদুর রহমান, পুলিশের উপপরিদর্শক (তদন্ত) সালাউদ্দিন আহমেদ, পূজা উদযাপন কমিটির সভাপতি শ্যামল সাহা। এসময় বক্তারা বলেন, পূজা চলাকালীন আইন-শৃঙ্খলার দিকে বিশেষ নজর ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট বাহিনীসমূহকে, সামাজিক দূরত্ব ও মাস্ক ব্যবহার নিশ্চিতকরণে পূজা কমিটিসমূহকে অনুরোধসহ দূর্গাপূজাকে সুষ্ঠু-সুন্দরভাবে পরিচালনা ও সফল করণের নিমিত্ত সকলের সহযোগিতা কামনা করেন বক্তারা।
এছাড়াও অত্র উপজেলার ১২২ টি পূজা মণ্ডপের প্রতিটিতে ৫০০ কেজি করে সরকারি চালের বরাদ্দ পূজা উদযাপন কমিটির নিকট হস্তান্তর করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha