মাগুরা সদর উপজেলায় পৌরসভার সংরক্ষিত মহিলা উপ-নির্বাচনে মহিলা কাউন্সিলর পদপ্রার্থী সৈয়দা কোবরা জাহান শিমু চশমা প্রতীকে বিপুল ভোটে জয়ী হয়েছেন। বৃহস্পতিবার ৭ অক্টোবর মাগুরা পৌরসভার ১,২, ও ৩ ওয়ার্ডের সংরক্ষিত উপ-নির্বাচনে মহিলা কাউন্সিলর পদপ্রার্থী ছিলেন দুই জন। এই মহিলা কাউন্সিলর পদপ্রার্থী ছিলেন, চশমা প্রতীকে সৈয়দা কোবরা জাহান শিমু ও বলপেন প্রতীকে মর্জিনা খাতুন।
সকাল ৮ থেকে বিকাল ৪ টা পর্যন্ত সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে ভোটাররা ভোটকেন্দ্রে ভোট প্রদান করেন। ১ নং ওয়ার্ডের কাউন্সিলর আসিফ হাসান মেলিন, ২ নং ওয়ার্ডের কাউন্সিলর রেজাউল ইসলাম ও ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ লিয়াকত হোসেন ভোট কেন্দ্র পরিদর্শন করেন।
এ সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ ও আনসার সদস্যদের সর্তকতার সাথে কেন্দ্রে দায়িত্ব পালন করতে দেখা যায়। মাগুরা জেলার আনসার ও ভিডিপি বাহিনীর জেলা কমান্ড্যান্ট শুভ্র চৌধুরী নিজে উপস্থিত থেকে ১৪ টা কেন্দ্রে আনসার ও ব্যাটালিয়ান সদস্যদের সাথে করে প্রতিটা ভোট কেন্দ্র পর্যবেক্ষণ করেন।
১৪ টি কেন্দ্রের ফলাফল হলো, কাশিনাথপুর প্রাথমিক বিদ্যালয়ে চশমা প্রতীক- ৫৩২ টি ভোট ও বলপেন প্রতীকে- ১৪ টি ভোট, আবালপুর প্রাথমিক বিদ্যালয়ে চশমা প্রতীকে ভোট ৫০৪ টি ও বলপেন প্রতীকে ৫ টি, কাদিরাবাদ প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে চশমা প্রতীকে ৪৫০ টি ও বলপেন ৮ টি, মাগরা পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রে চশমা প্রতীক ১৭৮ টি ও বলপেন প্রতীকে ৮ টি, রায়গ্রাম প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে চশমা প্রতীক ৮০০ টি ও বলপেন প্রতীক ৫ টি, ছুটফালিয়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে চশমা প্রতীক ৫১৮ টি ও বলপেন প্রতীক ২৮ টি ভোটা পায়।
এছাড়া আরশাদ আলী ঘোড়ামারা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে চশমা প্রতীক ২৩৩ টি ও বলপেন প্রতীক ১৩৪ টি, ভিটাশাইর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে চশমা প্রতীক ২৩৮ টি ও বলপেন প্রতীক ১২ টি, ভায়না গোরস্থান মাদ্রাসা কেন্দ্রে চশমা প্রতীক ৬৫ টি ও বলপেন প্রতীক ৩৩ টি, আছিয়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে চশমা প্রতীক ১৯৭ টি ও বলপেন প্রতীক ৪ টি, পুলিশ লাইন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্রে চশমা প্রতীক ৩৭৫ টি ও বলপেন প্রতীক ২০ টি, কুকনা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে চশমা প্রতীক ৪৮৭ টি ও বলপেন প্রতীক ৪৩ টি, স্টেডিয়াম প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে চশমা প্রতীক ২০০ টি ও বলপেন প্রতীক ১০ টি ভোটা পায়।
সৈয়দা কোবরা জাহান শিমু চশমা প্রতীকে মোট ভোট পেয়েছেন ৪৭৭৭ টি এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মর্জিনা খাতুন পেয়েছেন বলপেন প্রতীকে ৩২৪ টি ভোট। চশমা প্রতীকে জয়ী সৈয়দা কোবরা জাহান শিমু হলেন সাবেক মৃত বার বার নির্বাচিত কাউন্সিলর সফেতারা বেগমের বড় কন্যা।