আজকের তারিখ : জানুয়ারী ১৬, ২০২৫, ৭:১২ এ.এম || প্রকাশকাল : অক্টোবর ৭, ২০২১, ১০:৩৩ পি.এম
খোকসায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
কুষ্টিয়ার খোকসায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত প্রস্তুতিমূলক সভা বৃহস্পতিবার দুপুরে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ্ উদ্দীন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও খোকসা উপজেলা চেয়ারম্যান মুক্তিযুদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান।
অনুষ্ঠানে প্রধান অতিথি মুক্তিযোদ্ধা সদর উদ্দিন খান বলেন, আধুনিক প্রযুক্তির উৎকর্ষে যুগে অপরাধ করে পারপওয়ার কোনো সুযোগ নেই। অপরাধী যেইহোক জননেত্রী শেখ হাসিনা কাওকে ছাড় দিবেন না। তিনি বলেন নিজেদের সুরক্ষা নিজেদের নিতে হবে। তিনি আরো বলেন আমি আশা করি আগামী শারদীয় দুর্গাপূজা উৎযাপনে সকলের সহযোগিতায় নিরাপদে উৎসব পালন করবেন।
তিনি আরো বলেন, সম্প্রীতির ভাবমূর্তি নষ্ট করার সুযোগ কাউকে করতে দেওয়া হবে না। আইনের শক্তহাতে দমন করা হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাধারণ সম্পাদক ও পৌর মেয়র প্রভাষক তারিকুল ইসলাম তারিক, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ ইসাহাক আলী ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান সোহেল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ মোঃ আশিকুর রহমান ও ওসমানপুর ইউনিয়নের চেয়ারম্যান আনিসুর রহমান বাবলু।
উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুধাংশু কুমার বিশ্বাস, খোকসা কালীবাড়ি মন্দির কমিটির সভাপতি অধ্যাপক সুপ্রভাত মালাকারসহ উপজেলার ৬৩ পূজামণ্ডপের সভাপতি ও সাধারন সম্পাদক ও স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
বক্তারা আসন্ন শারদীয় দুর্গাপূজা সঠিকভাবে ও সুন্দরভাবে সম্পন্ন করতে সকলকে নিজ উদ্যোগে আইন শৃংখলা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করেন।
পরে উপজেলা পরিষদের পক্ষ থেকে প্রতিটা পূজামণ্ডপে আর্থিক সহায়তা প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ্ব সদর উদ্দিন খান।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha